নিজস্ব প্রতিনিধি : নোভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর মহামিছিল শুরু হয়ে গেছে চিনে। উহানেই মৃত কয়েক হাজার। ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট বলছে, উহান-সহ চিনের মূল ভূখণ্ড মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮৬৮। ভাইরাসের সংক্রমণে মঙ্গলবার ৯৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত প্রায় ৭২,৪৩৬ জন। তারমধ্যে এবার করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হল উহানের অন্যতম বড় উচাং হাসপাতালের ডিরেক্টর লিউ ঝিমিংয়ের।
লিউ ঝিমিংই ইউহানের প্রথম হাসপাতাল ডিরেক্টরের, করোনা ভাইরাস সংক্রমণে যাঁর মৃত্যু হল। করোনা মোকাবিলায় কাজ করতে গিয়ে চিনে ৬ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত অন্তত ১৭১৬ জন। তবে লিউয়ের মৃত্যুতে একেবারে ধাক্কা খেয়ে গিয়েছে ইউচাং হাসপাতাল। জানা গিয়েছে, করোনার চিকিৎসায় বেশ তৎপরতার সঙ্গে কাজ করছিলেন এই ডিরেক্টর। তারপরও তাঁর এই ভাইরাসে মৃত্যু খবর শোনার পর মানুষ আরও ভয় পেয়ে যাচ্ছে।
এর আগে লি ওয়েনলিয়াং নামে এক ডাক্তারের করোনাভাইরাসে মৃত্যু হয়। এই ডাক্তারই করোনার বিপদ সম্পর্কে প্রথমে সবাইকে সচেতন করার চেষ্টা করে প্রশাসনিক রোষের মুখে পড়েছিলেন।