নিজস্ব প্রতিনিধি : চিনে করোনা ভাইরাসের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৭৬৫। সোমবার এমনটাই জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, এই মারণ রোগের উৎসস্থল হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে কয়েকশো মানুষের মধ্যে। তারমধ্যে চিনের উহান শহরে আটঁকে রয়েছে এক উত্তর প্রদেশের বাসিন্দা আশিস যাদব।
সম্প্রতি দুটি ভিডিও বার্তা পাঠিয়েছে আশিস। এই ভিডিওতে তাঁর স্ত্রীকে দেখা গিয়েছে। ফ্লাটের ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওতে আশিস বলেছেন, ”নমস্কার, আমার নাম আশিস যাদব। আমি উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইনি আমার স্ত্রী নেহা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার আবহাওয়া খুব খারাপ। বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে। আমাদের অ্যাপার্টমেন্টে কেউ নেই। আমার কাছে কয়েকটা খালি জলের বোতল ছিল। সেটা দেখানোর পরে এখানকার অথরিটি আমাকে আরও কয়েক বদল জল ও কিছু খাবার দিয়ে গিয়েছে। এই খাবারে আর কয়েক দিন চালাতে পারব আমরা। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হোক।”
ভিডিওতে নেহাকে বলতে শোনা যায়, “অনুরোধ করছি আমাদের তাড়াতাড়ি নিয়ে যাওয়া হোক, আমাদের বাবা-মা খুব চিন্তা করছে।
শনিবার আরও একটি ভিডিওতে আশিস বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এলাকা, এখানে ছাত্রছাত্রী থাকত। কিন্তু এখন কেউ নেয়। এই শহরটা যেনো ভূতের শহরে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের খাবার শেষ, জল মাত্র এক বোতল পড়ে রয়েছে। পিল্জ আমাদের নিয়ে যান।’
GoI will send a consignment of medical supplies on a relief flight to Wuhan later this week to support China to fight the COVID-19 epidemic. On its return, the flight will have limited capacity to take on board Indians wishing to return to India from Wuhan/Hubei.(1/3) @MEAIndia
— India in China (@EOIBeijing) February 17, 2020
ভারতীয় দম্পতির এই আবেদনের জবাব অবশ্য দিয়েছে বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, এই সপ্তাহের শেষের দিকেই ফের একটি বিমান ভারত থেকে উহানে যাবে। আরও যেসব ভারতীয় সেখানে আটকে রয়েছেন ও দেশে ফিরতে চান, তাঁদের ফিরিয়ে আনা হবে। যাঁরা ফিরতে চান, তাঁরা যেন বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলেন।