আমার সকাল: করোনা ভাইরাসের মোকাবিলায় এবার 'নোটবন্দি' করলো চীন, জীবানু মুক্ত বাজার গড়তে উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের কাছে নতুন আতঙ্ক করোনা ভাইরাস। উৎসস্থল চীন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা পৃথিবী থেকেই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে চীনে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ১৬০০ জনের প্রাণ চলে গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরী অবস্থা জারি করেছে ‘হু’। চীন ছাড়া বিশ্বের ২৪টি দেশে ইতিমধ্যেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস।কিন্তু কি করে এই মারাত্মক ভাইরাসের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা যাবে সেই নিয়ে নাজেহাল অবস্থা চীনা প্রশাসনের।

এই ভাইরাসের সংক্রমণের কিভাবে হচ্ছে তা নিয়েও রীতিমত ধন্দে প্রশাসন। হুহু করছে বাড়ছে মৃতের সংখ্যা। বলা ভালো ঘরবন্দি গোটা চীন। সংক্রমণের আশঙ্কায় বাড়িতেই বাসিন্দাদের বন্দি থাকার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এবার আরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘নোটবন্দি‘র পথে হাঁটল চিন। পুরনো নোট বাতিল করে ছাপানো হয়েছে ৪০০ কোটি ইউয়ান। নতুন নোট বাজারে ছাড়ার আগে তা জীবাণুমুক্ত করা হবে।

আপাতত পুরনো নোট সংগ্রহ করে নিজেদের ভাঁড়ারে রাখবে চিনের সেন্ট্রাল ব্যাংক। বদলে মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন নোটের বান্ডিল। সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন সেন্ট্রাল ব্যাঙ্কের ডেপুটি গভর্নর।জানা গেছে, নতুন করে ছাপানো নোট ও কয়েন বাজারে ছাড়ার আগে তা অতিবেগুনি রশ্মি দিয়ে বিশেষ ভাবে জীবাণুমুক্ত করা হবে। তার আগে যতটা সম্ভব পুরনো নোট সংগ্রহ করে নেবে চিনের সেন্ট্রাল ব্যাংক। তার বদলে মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন নোটের বান্ডিল।

গত বছরের ডিসেম্বরে প্রথম আত্মপ্রকাশ করা নোভেল করোনাভাইরাস এক মাসের মধ্যেই এমন ভয়ঙ্কর রূপ নেওয়ার কারণ হল, এর দ্রুত ছড়িয়ে পড়া। কথা বলার মাধ্যমে, স্পর্শের মাধ্যমে– সব রকম ভাবে ভয়ানক হারে ছড়াচ্ছে এই ভাইরাস। তাই একজনের হাত থেকে অন্য জনের হাতে টাকা আদান-প্রদানের সময়েও ছড়িয়ে পড়ছে ভাইরাস।

আমার সকাল: এশিয়ার বাইরে ফ্রান্সে ‘করোনার থাবায়’ মৃত ১, ভাইরাস দ্রুত ছড়াচ্ছে ইউরোপেও

চিনের সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে নিশ্চিত করা হয়েছে, এভাবে নোট বাতিলের জন্য সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না। অত্যন্ত দ্রুততা এবং পেশাদারিত্বের সঙ্গে পুরনো নোটগুলি বাতিল করে নতুন নোট বাজারে আনার পদ্ধতিটি কার্যকর করা হয়েছে। বিশেষত হুবেই প্রদেশ, যেখান থেকে মূলত করোনাভাইরাস ছড়িয়েছে, সেখানের পুরনো নোট সংগ্রহ করে গুদামে রাখা হয়েছে।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন