আমার সকাল : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাই ঋষি

নিজস্ব প্রতিনিধি : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ৩৯ বছরের ওই যুবক আবার ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির জামাই। বৃহস্পতিবার তাঁকে দেশের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ দিকে, ব্রিটেনের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে চলেছেন আরও এক ভারতীয় বংশদ্ভূত। প্রীতি প্যাটেলকে গুরুত্বপূর্ণ এই সরকারি পদের জন্য বেছে নিয়েছেন বরিস জনসন।

এদিন ঋষি টুইট করে জানান, ”কোষাগারের প্রধান হিসাবে মনোনীত হওয়ায় সম্মানিত আমি। এর আগে এই পদে দারুণ কাজ করেছেন সাজিদ। তাঁর এই অবদানকে এগিয়ে নিয়ে যেতে আরও কাজ করতে হবে বলে জানান তিনি।” প্রাক্তন ব্রেক্সিট মন্ত্রী ডেভিড জোনস জানান, ”গুরুত্বরপূর্ণ পদে ঋষির নির্বাচন যথার্থ। কোষাগার সামলানোর ক্ষমতা ঋষির রয়েছে বলে জানান ডেভিড জোনস।”

কয়েকদিন বাদেই ব্রিটেনের সাধারণ বাজেট পেশ হবে। তার প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্যের জেরে ব্রিটেনের অর্থমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সাজিদ জাভিদ।

হ্যাম্পশায়ারের সাদাম্পটনে সুনকের জন্ম ১৯৮০ সালের ১২ মে। তাঁর ঠাকুরদা এবং ঠাকুমার ষাটের দশকে ভারতের পঞ্জাব থেকে প্রথমে পূর্ব আফ্রিকা, তারপর সেখান থেকে ইংল্যান্ডে পাড়ি দেন। সুনকের বাবা যশবীর একজন চিকিৎসক। মা, ঊষা একজন ফার্মাসিস্ট। তিন ভাইবোনের মধ্যে সুনক সবথেকে বড়। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান উইনচেস্টার কলেজ থেকে পড়াশোনা সুনকের। তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা। মেধাবী সুনক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি ছিলেন একজন ফুলব্রাইট স্কলার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন