আমার সকাল : ''যে কোনও সময় করোনা আক্রান্ত হতে পারি, আমাদের বাঁচান'',সরকারের কাছে আর্জি ভারতীয় মহিলা অফিসারের

নিজস্ব প্রতিনিধি : জানি না আর কত দিন বাঁচব। আমাদের কয়েকজনকে আলাদা করে রাখা হয়েছে। যে কোনও সময় আমরা করোনাভাইরাসে আক্রান্ত হতে পারি। সরকারের কাছে আর্জি আমাদের উদ্ধার করুর। যত তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে দিন। এবার সরকারের কাছে আবেদন করল এক ভারতীয় মহিলা অফিসার।

ওই মহিলা অফিসারের নাম সোনালি ঠাক্কার(২৪)। সোনালি জানিয়েছেন, “ভারত সরকার আমাদের উদ্ধার করার ব্যবস্থা করুক। জাহাজে অনেক ভারতীয় রয়েছেন। আমাদের আলাদা করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। পাশাপাশি, যতদিন যাচ্ছে ততদিন যেনো ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। জাহাজে প্রতিদিন নতুন নতুন আক্রান্তের খবর আসছে।”

বিনয় জানিয়েছেন, হংকংয়ের এক যাত্রীর মধ্যে প্রথম করোনাভাইরাসের খোঁজ মেলার পরেই জাহাজ দুসপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করে দেওয়া হয়। জাহাজে এই মোট যাত্রী সংখ্যা ২,৬৬৬ জন। যার মধ্যে জাহাজের ১৬০ জন ভারতীয় ক্রু মেম্বারদের মধ্যে দুজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। নতুন আক্রান্তের সংখ্যা ৩৯। সব মিলিয়ে মোট ১৭৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। প্রায় প্রতিদিনই নতুন এক একজনের রিপোর্ট পজিটিভি আসছে। আক্রান্তদের আলাদা করে রাখা হচ্ছে আইসোলেশন কেবিনে। চিকিৎসার সুব্যবস্থাও নেই, বাড়ি ফেরার রাস্তাও কার্যত বন্ধ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন