নিজস্ব সংবাদদাতা: চিনের হুবেই প্রদেশের উহানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। প্রত্যেকেরই দেহের তাপমাত্রা খুব বেশি। উহানে আটকে পড়া ৩২৪ জন ভারতীয়কে শনিবার সকালে দিল্লিতে ফিরিয়ে আনা হয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চাপিয়ে। তবে ওই ৬ ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে দেননি চিনা কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার ওই বোয়িং-৭৪৭ বিমানে ছিলেন দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের পাঁচ চিকিৎসক ও এয়ার ইন্ডিয়ার এক স্বাস্থ্যকর্মী। উহানে বাকি যে ভারতীয়রা আটকে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে এ দিন দুপুরে দিল্লি থেকে রওনা হয়েছে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিশেষ বিমান।জানা গিয়েছে, করোনা ভাইরাস মহামারির আকার নেওয়ায় চিনের ইউহান প্রদেশে প্রায় ৬০০ জন ভারতীয় আটকে রয়েছেন।
তাদের সকলকে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের বন্দোবস্ত করেছে সরকার। এর মধ্যে প্রথম বিমান বোয়িং ৭৪৭ শনিবার সকালেই দিল্লি পৌঁছয়। বাকিদের ফেরাতে শনিবারই আরও একটি বিমান রওনা দিয়েছে চীনের উদ্দেশ্যে। হুবেইতে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। চালু হয়েছে হট লাইনও।এ দিন যে ৩২৪ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে রয়েছে তিনটি শিশু এবং ২১১ জন ছাত্রছাত্রী।
আমার সকাল: চীন যেন পৃথিবীর বাইরে! করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্বজুড়ে জরুরী অবস্থা জারি করল ‘হু’
আটকে পড়া ভারতীয়দের দ্বিতীয় দফায় ফিরিয়ে আনার জন্য শনিবার দুপুরে দিল্লি থেকে উহানগামী এয়ার ইন্ডিয়ার বিমানে গিয়েছেন আর একদল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পাইলট ও বিমানকর্মী। দু’টি অভিযানেরই নেতৃত্বে রয়েছেন এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশন ক্যাপ্টেন অমিতাভ সিংহ।উহানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য চিনা কর্তৃপক্ষকে বেজিংয়ের ভারতীয় দূতাবাসের তরফে ধন্যবাদ জানানো হয়েছে।