আমার সকাল : করোনাভাইরাসের আক্রান্তের ভয়ে চিনা নাগরিকদের জন্যে এবার ভিসা দেওয়া বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিনিধি : চিনা নাগরিকদের জন্যে এবার ভিসা দেওয়া বন্ধ করল ভারত। এর আগে ভিসা দেওয়া বন্ধ করেছিল আমেরিকা, অস্টেলিয়া, রাশিয়া, জাপান, পাকিস্তান, ইটালির মতো দেশগুলি। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চিনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। আর আক্রান্ত হয়েছে কমপক্ষে ১৪ হাজার ৬০০ জন। এর সাথে ওই দেশে বসবাসকারী অন্যদেশের নাগরিকদের জন্যেও ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। ইতিমধ্যে যারা অনলাইনে ভিসা দেওয়া হয়েছিল তাদেরও ভিসা বাতিল করে দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য বলেছে, ‘‘এমন পদক্ষেপে ভালর তুলনায় খারাপ বেশি হবে। এতে তথ্য আদানপ্রদানে প্রতিবন্ধকতা তৈরি হবে। চিকিৎসা সামগ্রী সরবরাহ ও অর্থনীতি ধাক্কা খাবে।’’ পর্যটকেরা বেআইনি পথে দেশগুলিতে ঢুকবে। ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়বে। এ ভাবে ভ্রমণে বিধিনিষেধ জারির সিদ্ধান্তর কড়া সমালোচনা করে চিন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন