আমার সকাল: সোলেমানির মৃত্যুতে তপ্ত ইরান, শেষকৃত্যের শোভাযাত্রা পদপিষ্ট হয়ে মৃত ৩২

নিজস্ব সংবাদদাতা: ইরানের কুদস বাহিনীর কম্যান্ডার জেনারেল কাসেন সোলেমানির শেষযাত্রায় সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছে অন্তত ৩২ জন। আহত কমপক্ষে ১৯০ জন। মঙ্গলবার এমনটাই দাবি করেছে তেহেরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।তেহরানে ইরানের রাষ্ট্রীয় ওই চ্যানেলের তরফে মঙ্গলবার জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ইরানে সোলেমানির বাড়ি যেখানে, সেই কেরমানে। আবেগবিহ্বল জনতা শেষকৃত্য অনুষ্ঠানের জায়গায় পৌঁছনোর জন্য তাড়াহুড়ো করায় এই দুর্ঘটনা ঘটে।

ওই টেলিভিশন চ্যানেলে ইরানের এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের প্রধান পিরহোসেন কৌলিভান্দ জানিয়েছেন, সোমবার তেহরানেও প্রায় দশ লক্ষ মানুষ মিছিল করেন নিহত ইরানি সেনাকর্তার শেষকৃত্য উপলক্ষে।শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের সামনেই রকেট হামলায় মৃত্যু হয় কাসেম সোলেমানির। সেদিন ভোররাতে আচমকাই বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়।

ইরাকের বিভিন্ন স্থানীয় টেলিভিশনে দেখানো হয় মার্কিন বাহিনীর হেলিকপ্টার থেকে বাগদাদ বিমানবন্দরে মোতায়েন হাশদ আল-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এরপরেই প্রকাশ্যে আসে ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির মৃত্যুর খবর।তারপর থেকেই দুদেশের মধ্যে চলতে থাকে একে অপরের বিরুদ্ধে হুমকি। ইরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাদের সেনাকর্তার মৃত্যুতে খারাপ ফল ভোগ করতে হবে আমেরিকাকে।কিন্তু তাতে বিচলিত নয় আমেরিকা। উল্টে তাদের দাবি, ইরান যদি তাদের ক্ষতি করতে চায় তাহলে তারাও চুপ করে বসে থাকবে না।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন