নিজস্ব প্রতিনিধি : ভারতে ডেস্টিনেশন ওয়েডিং করতে আসা মার্কিন তরুণীর সাহায্য এগিয়ে এলেন সয়ং খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সাথে বিয়ের আগেই পেলেন রাষ্ট্রপতির শুভেচ্ছা বর্তা। ঘটনাটি ঘটেছে, কেরালার কোচি শহরের একটি নামজাদা হোটেলে। মার্কিন তরুণীর নাম অ্যাশলে হল।
জানা গিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য তিনি বেছেছিলেন কেরলের সৈকত শহর কোচিকে। সেখানকার একটি পাঁচতারা হোটেলে মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে আট মাস আগে থেকে ঠিক করে রাখা ডেস্টিনেশন ওয়েডিং প্রায় বানচাল হয়ে যেতে বসেছিল। সোমবার রাতে কোচি সফরে গিয়ে ওই হোটেলেই রাত্রিবাসের কথা ছিল রামনাথ কোবিন্দের। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বিয়ের দু’দিন আগে বিয়ের অনুষ্ঠান ওই হোটেল থেকে সরিয়ে নিতে বলেন হোটেল কর্তৃপক্ষ। যার জেরে বিপাকে পড়েন ওই তরুণী।
Hey @rashtrapatibhvn– anything you can do to help us with your security team so that we don’t have to move our wedding from the @Taj_Cochin in under 48 hours? https://t.co/0S5y9az9Hk
— Ashley Hall (@hall_ash) January 5, 2020
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুরো বিয়ের অনুষ্ঠান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব বুঝে রাষ্ট্রপতি ভবনকেই ট্যাগ করে একটি ট্যুইট করেন অ্যাশলে হল। তাঁর ট্যুইট পেয়ে ওই তরুণীর সমস্যার সমাধানে এগিয়ে আসে রাষ্ট্রপতি ভবন। ওই তরুণীর বিয়েতে যাতে কোনও সমস্যা না হয় সে জন্য মঙ্গলবারই হোটেল ছেড়ে দেন রামনাথ কোবিন্দ। বিয়ের জন্য মার্কিন তরুণীকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তিনি।
We are glad the issues have been resolved. President Kovind conveys his best wishes to you on this joyous occasion
— President of India (@rashtrapatibhvn) January 5, 2020
এই ঘটনার কথা ওই মার্কিন তরুণী নিজের স্যোশাল মিডিয়ায় মাধ্যমে সবাইকে জানায়। তারপরই রাষ্ট্রপতির প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই বলেছেন রাষ্ট্রপতির এই কাজের জন্যে আবারও আমাদের দেশের আথিয়তার প্রমাণ পেল মার্কিন মুলুক।