নিজস্ব প্রতিনিধি : বুধবার তেহরানের আকাশে ইউক্রেনের যে যাত্রীবাহী বিমানটি ভেঙ্গে পড়ে, সেটি শত্রুবিমান ভেবে ইরান হামলা করেছে বলে এবার করল আমেরিকা। জানা গিয়েছে, এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায় ১৭৬ যাত্রী মারা গিয়েছে।
তবে এর আগে ইউক্রেন দাবি করে ছিল, বিমানটিকে মাঝ আকাশেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেই দাবি থেকে সরে এসে তারা ফের দাবী করে, আমেরিকা বা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হযেছে ওই যাত্রীবাহী বিমানটি। ইউক্রেন ইঙ্গিত দিয়েছে, আমেরিকার যুদ্ধবিমান ইরানের আকাশে আগ্রাসন ঘটিয়েছে এটা মনে করেই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের বায়ুসেনা। এই ভয়াবহ ভুলের খেসারত দিয়েছে নিরীহ যাত্রীবাহী বিমানটি। ইরানি মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে মাঝ আকাশেই। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ”আমার মনে হয়, বিমানটি হয়তো কোনও স্পর্শকাতর এলাকায় ঢুকে পড়েছিল। তখনই কেউ ভুল করে কিছু করে ফেলেছে। প্রযুক্তিগত গন্ডগোল নয়, কোনও বড় ভুল হয়েছে বলে মনে হয় আমার”।
এই টানাপড়েনের মধ্যেই ইরান বিবৃতি জারি করে বোয়িংকে এই ঘটনার তদন্তে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিমান যে সব দেশের যাত্রীরা ছিলেন, সেই সব দেশকেও তদন্ত করার জন্য অনুমতি দিয়েছে তারা।
অন্যদিকে সুর্ঘটনার তদন্তের জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়েছে ইউক্রোনও। ইউক্রেনের ৪৫ সদস্যের একটি দল তেহরানে গিয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে যে কোনও দেশের কাছে কোনওরকম নিশ্চিত তথ্য থাকলে, তা তাদের জানানোর আবেদন করেছে ইউক্রেন।