আমার সকাল : ৮৩ জন যাত্রী নিয়ে আফগানিস্তানে তালিবানে ভেঙে পড়ল বিমান

নিজস্ব প্রতিনিধি : পূর্ব আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে একটি বিমান ভেঙে পড়ল। জানা গিয়েছে, ওই বিমানে কমপক্ষে ৮০ জন যাত্রী ছিল। এই বিমান দুর্ঘটনা এখনও পর্যন্ত কতজন মারা গিয়েছে বা কত জন আহত হযেছে তা জানা যায়নি।

বিমান সূত্রে জানা গিয়েছে, পূর্ব আফগানিস্তানের গজনি প্রদেশে ইয়াক জেলার উপরে ভেঙর পড়ে এই বিমান। দ্য আরিয়ানা আফগান বোয়িং ৭৩৭-৪০০ বিমানেই দুর্ঘটনাটি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের বিপোর্ট অনুয়ায়ী, ওই বিমানে ৮৩ জন যাতী ছিলেন। সোমবার  বেলা ১ টা ১৫ মিনিট নাগাদ যাত্রা শুরু করেছিল বিমানটি। এরপরেই দুর্ঘটনাটি ঘটে। ওই বিমানে ৮৩ জন যাত্রী ছিল। ভেঙে পড়া ওই বিমান থেকে ব্যাপক আগুন বেরোচ্ছে বলেও খবর। শুরু হয়েছে উদ্ধার কাজ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে আফগানিস্তানের স্পেশ্যাল ফোর্সের কর্মীরা রহনা দিয়েছে। সূত্রে জানা গিয়েছে, ঠিক যেখানে ওই বিমানটি ভেঙে পড়েছে সেই সাইটে তালিবানদের সদস্যরা রয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন