আমার সকাল : অ্যামাজন কর্তার মোবাইল হ্যাক করলেন সৌদি যুবরাজ

নিজস্ব প্রতিনিধি : আজব কাণ্ড! ‘অ্যামাজন’-এর সিইও জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করানোর অভিযোগ উঠেছিল সৌদি আরবের যুবরাজের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইজের তদন্তে।

অ্যামাজনের সিইও জেফ বেজোসের সঙ্গে একসময় বন্ধুত্ব ছিল সৌদি আরবের যুবরাজ মহম্মদবিন সলমনের। সেই সময় হোয়াটস অ্যাপে দু’জনে মেসেজ দেওযা নেওয়া হত। অভিযোগ, ২০০৮ সালে জেফ বেজোসের ফোনে একটি গোলমেলে ভিডিও পাঠিছিলেন যুবরাজ। তার কয়েকঘন্টার মধ্যে অ্যামাজন কর্তার মোবাইলে জমা রাখা গোপন তথ্য যুবরাজের হাতে এসে যায়। সেই তথ্য দিয়ে জেফ বেজোসকে ব্লাকমেল করার চেষ্টা হয়েছিল। সন্দেহ করা হয়েছে, বেজোসের বান্ধবীর সঙ্গে ব্যক্তিগত মেসেজের তথ্য চুরি হয়েছে।

ব্রিটিশ সংবাদপত্র ‘গার্ডিয়ান’-এর একটি রিপোর্টে বলা হয়েছে, বেজোসের ফোন হ্যাক করা হয়েছিল সৌদ যুবরাজের ব্যক্তিগত ফোন থেকেই। তবে ফরেনসিক পরীক্ষা নিয়ে ওই সংস্থার এক কর্তা অবশ্য জানিয়েছেন, ”আমরা এ ব্যাপারে মন্তব্য করব না। আমরা নিশ্চিতও করব না, আবার এড়িয়েও যাব না।”

গত বছরই স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ হয় জেফ বেজোসের। এরপরই মার্কিন টেলিভিশন উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে পরকীয়া জড়ান তিনি।

জেফ বেজোসের মোবাইল ফোন হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল গত বছরের মার্চ মাসে। বেজোসের মোবাইল ফোন থেকে হ্যাকাররা তাঁর বিবাহ বহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও তথ্য বার করে নিয়েছিলেন বলে জানা যায়। আর সে সব তথ্য প্রকাশ জন্য তুলে দেওয়া হয় ‘ন্যাশনাল এনকোয়ারার’ নামে একটি মার্কিন ম্যাগাজিনের হাতে।

তবে, এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে সৌদি আরবের প্রশাসনের তরফে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন। নিরপেক্ষ তদন্তের দাবি তোলে সলমনের প্রশাসন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন