আমার সকাল : ‘মিস্টার শি**ল’, জিনপিং-র কাছে ক্ষমা চাইল ফেসবুক

নিজস্ব প্রতিনিধি : চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামের অর্থাৎ মিস্টার শিটহোল’। বার্মিজ থেকে ইংরেজিতে এমনই অর্থাৎ বের হল ফেসবুকে। যা নিয়ে শোর গোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।

এই মুহুতে মায়ানমার সফরে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শী জিনপিং। সফরের দ্বিতীয় দিন শনিবার মায়ানমারের নেত্রী আং সাং সুচির সঙ্গে ডিনার যোগ দেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে বার্মিজ ভাষায় লেখা হয় চিনের প্রেসিডেন্টের সম্মাননায় এই ডিনার। তবে বিপত্তি ঘটে যখন সেই লেখাটি ইংরেজিতে অনুবাদ করা হয়। ফেসবুকে এই খবরে বার্মিজ থেকে ইংরেজিতে অনুবাদ দেখা গিয়েছে শি জিনপিংকে ”মিস্টার শিটহোল” বলে সম্বোধন করা হয়েছে। আর শিটহোল মানে নোংরা জায়গা। এ ধরনের অশ্লীল শব্দ প্রয়োগে বিশ্বজুড়ে সমালোচনা ঝড় ওঠে। ফেসবুক তৎক্ষণাত প্রতিক্রিয়া দেয়, ”এটি অনিচ্ছাকৃত ভুল। প্রযুক্তি ক্রটির কারণে তারা ক্ষমাপ্রার্থী। এই ভুল দ্রুত শুধরে নেওয়া হয়েছে।”

তবে ফেসবুকের এই ভুলের জন্য বেজিংয়ের তরফে কোন্‌ও প্রতিক্রিয়া আসেনি। এই ঘটনার পর বেশ অস্বস্তিতে-ই রয়েছে ফেসবুক।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন