আমার সকাল : নাগরিকত্ব আইন জেরে ফের ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : এক মাসের মধ্যে তিন বার ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের মন্ত্রী। এবার ভারত-সফর বাতিল করলেন বাংলাদেশের উপ-বিদেশমন্ত্রী শাহরিয়ার আলম। চলতি সপ্তাহেই বিদেশমন্ত্রক আয়োজিত বার্ষিক কনফারেন্স রাইসিনা ডায়লগ-এ যোগ দিতে দিল্লি পৌঁছনোর কথা ছিল তাঁর।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে উত্তেজনার প্রেক্ষিতেই বাংলাদেশ একের পর এক সফর বাতিল করেছে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। তার মধ্যে কিছু দিনে আগে স্বরাষ্ট্রামন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের টার্গেট করছে। এই মন্তব্যে অসন্ত্তষ্ট হয় টাকা। পরে কেন্দ্রীয় সরকার জানায়, বাংলাদেশে সেনা শাসনে এবং তার পরবর্তীকালে যেভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিলেন। এরপরই গত মাসে বাংলাদেশের স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রীরা তাঁদের ভারত সফর বাতিল করেছিলেন। তার সপ্তাহ খানেকের মধ্যেই দুই দেশের মধ্যে নদী নিয়ে বেঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকও বাতিল করা হয়।

গতমাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন বলেন, ”তাঁদের দেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তা অসত্য’।” ভারতের প্রশংসা করে তিনি বলেন, ”সেই দেশ বরাবর সহিষ্ণুতার বিশ্বাসী।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন