নিজস্ব সংবাদদাতা: ডোপ কেলেঙ্কারিতে নাম জড়ানোর জেরে এবার বড়সড় শাস্তির মুখে রাশিয়া। আগামী বছরের টোকিও অলিম্পিক-সহ মোট চার বছরের জন্য সমস্ত রকম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হল পুতিনের দেশকে। যার ফলে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপেও খেলতে পারবে না রাশিয়া।সোমবার প্যারিসে WADA-র ডোপ পর্যালোচনা কমিটির বৈঠকে আলোচনা হয় যে, রাষ্ট্রীয় মদতে যে হারে রুশ অ্যাথলিটদের ডোপিং করানো হয়েছিল, তা রুখতে কোনও ব্যবস্থা নেয়নি সে দেশের ক্রীড়া মন্ত্রক।
আরও বিস্ফোরক অভিযোগ, ডোপিং লুকোতেই বিশ্ব ডোপ বিরোধী সংস্থাকে ল্যাবরেটরির ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল।প্রসঙ্গত, ২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিকে ডোপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বেশ কয়েকজন রাশিয়ান অ্যাথলিটের। তারপর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থা।
এবার ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি অলিম্পিক থেকেই রাশিয়াকে বরখাস্ত করল।এর আগে গতবছর কোরিয়ায় শীতকালীন অলিম্পিকেও রাশিয়ার অ্যাথলিটদের অংশ নেওয়া নিয়ে একাধিক শর্ত আরোপ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। শীতকালীন অলিম্পিকে রাশিয়ার জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। সে দেশের কর্তাদের খেলা দেখতে দেওয়া হয়নি। এমনকী, রাশিয়ার জার্সিও পরতে দেওয়া হয়নি।