আমার সকাল : একটা কলার দাম ৮৬ লক্ষ টাকা, আর্ট শো-তে টেপ দিয়ে আটকানো দেওয়ালে

নিজস্ব প্রতিনিধি : উপরে দেওয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। সেই কলা বিক্রি হল ৮৫ লক্ষ টাকায়! জানা গিয়েছে, ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলান-এর শিল্পকলা।

সম্প্রতি আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে প্রদর্শিত হয় এই ‘কলা’। দেওয়ালের মধ্যে টেপ দিয়ে আটকানো কলাটির নাম ‘কমেডিয়ান’। এই প্রদর্শনীতে এরকম তিনটি কলা রয়েছে। তার মধ্যে দুটি কলা বিক্রি হয়ে গিয়েছে। ফ্রান্সের এক মহিলা ও এক ব্যক্তি ৮৬ লক্ষ টাকা খরচ করে তা কিনেছেন। আর তা দেখে তৃতীয় কলাটির দাম আরও বাড়িয়ে দিয়েছেন মৌরিজিও। সেটি কিনতে গেলে এখন দিতে হবে ১ কোটি ৭ লক্ষ টাকা। যদি সেই কলা বিক্রি না হয়, তাহলে তা কোনও মিউজিয়ামে দিয়ে দেবেন বলে ঠিক করেছেন শিল্পী। এই আর্টের জন্য ব্যবহৃত কলা মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।

প্যারিসের পেরোটিন গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, ‘‘এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোনও বস্তুর মূল্য কী ভাবে নির্ধারণ করি এবং কোনগুলিকে মূল্যবান হিসেবে ধরি।’’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন