আমার সকাল : নাগরিকত্ব বিল পাশ হলে অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সুপারিশ মার্কিন কমিশনের

নিজস্ব প্রতিনিধি : গতকালই লোকসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আর তারপরই অমিত শাহ সহ দেশের অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবী উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন।

গতকালই লোকসভায় নাগরিকত্ব বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তা নিয়ে প্রায় ১২ ঘণ্টার  তর্ক-বিতর্ক চলার পার, সংখ্যাগরিষ্ঠের সমর্থনে মধ্যরাতে সেটি পাশ হয়ে যায়। এ বার রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার অপেক্ষা। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও, সেখানেও বিলটি পাশ করিয়ে নেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী মোদী সরকার।

বিলটি নিয়ে সোমবারই সরব হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কমিশন। আমেরিকার কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বিবৃতি দিয়ে বলেছে, নাগরিকত্ব বিল ভারতের লোকসভায় যেভাবে পাশ হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এর পরে বলা হয়েছে, “ভারতের ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী ও ভারতের সংবিধান দেশের প্রত্যেকটি মানুষের সমান অধিকারের কথা বলে। যদি নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হয়ে যায়, তাহলে অমিত শাহ ও ভারতের অন্যান্য বড় নেতার ওপরে নিষেধাজ্ঞা জারি করা।”

সোমবার, সকালে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতেই প্রতিবাদ জানান কংগ্রেস-তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা। কিন্তু লোকসভায় যেহেতু বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ, তাই ভোটাভুটিতে তারাই জিতে যায়। বিলটি লোকসভায় গৃহীত হয়। তার পর তা নিয়ে বিতর্ক শুরু হয় লোকসভায়।

শেষপর্যন্ত বিলের পক্ষে ৩১১ ভোট, বিলের বিপক্ষে ৮০টি ভোট পড়ে। বিল পাশ হয়ে যাবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, ওই বিল পাশ হওয়ার ফলে প্রতিবেশী তিন দেশের অ-মুসলিম সংখ্যালঘু শরণার্থীরা দেশের নাগরিকত্ব পাবেন। কিন্তু ওই আইনের সঙ্গে এ দেশের মুসলিমদের কোনও সম্পর্ক নেই।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, ওই বিল পাশ হওয়ার ফলে প্রতিবেশী তিন দেশের অ-মুসলিম সংখ্যালঘু শরণার্থীরা দেশের নাগরিকত্ব পাবেন। কিন্তু ওই আইনের সঙ্গে এ দেশের মুসলিমদের কোনও সম্পর্ক নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন