আমার সকাল : ভারতের নাগরিকত্ব বিলের পরেই মোদী সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলে আক্রমণ ইমরান খানের

নিজস্ব প্রতিনিধি : গতকাল মধ্যরাতে দীর্ঘ আলোচনার পর নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে লোকসভায়। এবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তীব্র প্রতিবাদ করল  ইমরান খান। এই বিলের তীব্র বিরোধীতা করে ইমরান খান জানান, ”ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। আমরা এই বিলের তীব্র নিন্দা করছি। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-পাক দ্বিপাক্ষিক চুক্তির বিরোধী।’’ এছাড়াও, ”মোদী সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলেও আক্রমণ করেছেন পাক প্রধানমন্ত্রী। ”

সোমবার মাঝরাতে সংসদে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। মঙ্গলবার এই নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিল পাকিস্তান। টুইটারে ইমরান খান লিখেছেন, “নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে ভারত। আমরা এর তীব্র নিন্দা করছি। এটা আরএসএস-এর হিন্দু রাষ্ট্র করার নকশার বর্ধিত অংশ যার পরিকল্পনা করেছে ফ্যাসিবাদী মোদী সরকার।”

 

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া এবং জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার সময়ও তীব্র বিরোধিতা করেছিল কিন্তু এনআরসি কিংবা নাগরিকত্ব বিল ভারতের নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে ইমরানের মন্তব্য করার কোন দরকার ছিল না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন