আমার সকাল : একেবারে প্রথা ভেঙ্গে ধুতি আর শাড়িতে নোবেল নিলেন অভিজিৎ ও এস্থার

নিজস্ব প্রতিনিধি : একেবারে প্রথা ভেঙ্গে খাঁটি বাঙালিয়ানা সাজে আন্তর্জাতিক মঞ্চে নোবেল নিলেন স্বামী অভিজিত বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী এস্থার দুফলো। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯ টায় স্টকহোমের কনসার্ট হলে আনুষ্ঠানিভাবে নোবেল পেলেন এই দম্পতি। নোবেল কমিটির তরফে অভিজিৎ-এস্থারের কাজের ব্যাখা দিয়ে বলেন, ‘‘দারিদ্র দূরীকরণের গবেষণায় অভিজিৎ-এস্থারের মডেলটি অভিনব। তাঁরা গবেষণাগার থেকে বেরিয়ে মিশেছেন সাধারণ মানুষের সঙ্গে। দারিদ্রের মূল কারণ কী, তা আরও গভীর ভাবে বুঝতে সাহায্য করেছে তাঁদের গবেষণা ।’’

এদিন একেবারে ধুতি ও পঞ্জাবিতে হাজির হয়েছিলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। আর স্বামীকে সঙ্গ দিতে সাথে বাঙালিয়ানাকে ধরে রাখতে শাড়ি পরেছিলেন ফরাসী এস্থার দুফলো। তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। অভিজিত্ ও এস্থার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নোবেল থেকে প্রাপ্য অর্থ দিয়ে দান করবেন গবেষণায়। এই গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে স্টকহল্‌মে হাজির ছিলেন অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং ভাই অনিরুদ্ধও।

অক্টোবরেই জানা গিয়েছিল, অমর্ত্য সেনের পর নোবেল পেতে চলেছেন আরও এক বাঙালি। চলতি বছর অর্থনীতিতে নোবেলপ্রাপক হিসেবে ঘোষণা হয়েছিল, অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার দুফলো ও সহযোগী গবেষক মাইকেল ক্রেমারের নাম।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন