নিজস্ব সংবাদদাতা: সুদানের সেরামিক কারখানার এলপিজি গ্যাসের ট্যাঙ্কারে বিস্ফোরণে পুড়ে মারা গিয়েছেন অন্তত ২৩ জন। মঙ্গলবারের এই ঘটনায় মৃতদের মধ্যে অন্তত ১৮ জন ভারতীয় রয়েছেন বলে সূত্রের খবর। বুধবার সুদানে ভারতীয় মিশন এ কথা নিশ্চিত করেছে।
ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, সুদানের খারতুম অঞ্চলে সিলা সেরামিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। তার পরেই ১৬ জন ভারতীয় নিখোঁজ হন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৮ জন ভারতীয় মারা গিয়েছেন। কারখানা থেকে পোড়া দেহগুলি উদ্ধার হচ্ছে। কিন্তু তাঁদের শনাক্ত করা মুশকিল।এদিন খারতৌমের ঘটনায় দুখ:প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি মৃত ভারতীয়দের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বুধবার ভারতীয়দের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেন বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্কর। পর পর দুটি টুইটে তিনি জানান, সুদানের ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। যে নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে।
পাশাপাশি, সামাজিক মাধ্যমে প্রতি মুহূর্তের খবর প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি। যাতে মানুষ উদ্বেগে না থাকেন।সুদান পুলিশ জানিয়েছে, আগুনের ঝলকানিতে আহত হয়েছে ১৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।