নিজস্ব প্রতিদিন : উবরের ক্যাবের থেকে উবরের কপ্টারের পরিষেবা এবার বেশি সস্তা। যা দেখে রীতিমতো চমকে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এই ঘটনাটি স্যোশাল মিডিয়ায় পোষ্ট করেছেন ওই ব্যক্তি। যা দেখে এখন প্রতিটি মানুষের কাছে এটি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ওই ব্যক্তির নাম নিকোল। তিনি থাকেন নিউ ইয়র্কের। কিছুদিন আগে জন এফ কেনেডি বিমানবন্দর যাওয়ার জন্য উবর ক্যাব বুক করছিলেন নিকোল। সে সময় অ্যাপে তাঁকে দেখায় তাঁর বাড়ি থেকে বিমানবন্দর যেতে উবরএক্স-এ লাগবে ১২৬ ডলার। উবর পুল পরিষেবা নিলে তাঁকে দিতে হবে ১০২ ডলার। কিন্তু তিনি যদি উবরেরই কপ্টারে যান, তাঁর লাগবে ১০১ ডলার! ক্যাবের থেকে কপ্টার সার্ভিস সস্তা হওয়ায় স্বাভাবিক তিনি কপ্টারে করেই গিয়ছিলেন বিমানবন্দরে।
WHY THE FUCK IS THE UBER HELICOPTER THE CHEAPEST OPTION pic.twitter.com/sfemdDsoC0
— nicole loves harry (@nicoleej0hnson) December 23, 2019
সম্প্রতি, মানুষের নিত্যদিনের নিজেদের নিদিষ্ট স্থানে যাওয়ার জন্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় উবর, ওলার মতো অ্যাপ ক্যাব পরিষেবা। কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক এই ঘটনা ঘটার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষ।