আমার সকাল : আফ্রিকার সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ছাড়াল ৯০, আহত ৭০

নিজস্ব প্রতিনিধি : আফ্রিকার সোমালিয়ার রাজধানী মোগাদিসুরের ব্যস্ত একটি রাস্তায় বিস্ফোরক বোঝাই গাড়ি ফেটে অন্তত ৯০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।  শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে।

সোমালিয়ার বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মৃতদের মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রী ছিল। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের কয়েকটা গাড়ি ও বাসও উড়ে যায়। আহত বহু মানুষ। মৃতদের মধ্যে ১৭ জন পুলিশ অফিসার রয়েছেন বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর দফতরের পাশেই গাড়ি বোমাটির বিস্ফোরণ হয়। আফগোয়ে শহর থেকে রাজধানী মোগাদিসুতে আসা যাওয়ার জন্য ওই সড়কটি ব্যবহার করা হয় বলে, সর্বদা তা ব্যস্ত থাকে। প্রথমিক তদন্তে জানা গেছে, এদিনের হামলায় একটি ট্রাক ব্যবহার করে ছিল হামলাকারিরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি আমেরিকার এখ সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশ রক্তাক্ত হয়ে যায়। সোমালিয়া সরকারের এক আধিকারিক বলেন, বোমা হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। তবে এখনও কোনো সন্ত্রাসী সংগঠনের তরফে শনিবার সকালের এই হামলার দায় স্বীকার করা হয়নি। ২০১৭ সালে মোগাদিশুতেই দুটি পৃথক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৮৯ জনের মৃত্যু হয়। আহত হন ২০০ জনেরও বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন