নিজস্ব সংবাদদাতা: ১০০ জন যাত্রী নিয়ে বিমান ভেঙে পড়ল কাজাখাস্তানে।জানা গিয়েছে, টেক অফের সময় আচমকা বিমানবন্দরের পাশে থাকা একটি দোতলা বাড়ির উপর ভেঙে পড়ে যাত্রীবোঝাই প্লেন। এর ফলে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ৪৫ জন।বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময়ে সকাল সাতটা নাগাদ বেক এয়ার সংস্থার বিমানটি আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির ওপরে।
এয়ারপোর্ট সূত্রের খবর অনুযায়ী, বিমানে ৯৫ জন যাত্রী এবং ৫ জন বিমান কর্মী ছিলেন।আর বিমানটি বিমানবন্দর থেকে টেকঅফের সময় রানওয়ে থেকে একটু দূরে আচমকা দোতলা বাড়িতে গিয়ে সোজা ধাক্কা মারে। তারপর চোখের নিমিষে একসঙ্গে ভেঙে পড়ে ওই বাড়ি ও প্লেনটি। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে জখম যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন বিমানবন্দরের আধিকারিক ও স্থানীয়রা।
আমার সকাল : দিনের বেলায় বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়
পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত ডাক্তাররা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। বিমানটি আলমাতি থেকে রাজধানী নূর সুলতানের উদ্দেশে যাচ্ছিল।কাজাখাস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট তোকায়েভ ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।