আমার সকাল : দিনের বেলায় বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি : দিনের বেলায় বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার, আলোয় বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মধুর ক্যান্টিনের সামনে আইইডি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বেলা ১১টা নাগাদ আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা বিশ্ববিদ্যালয়। তবে ককটেল বোমাটির একটি অংশ কোনও কারণে ফাটেনি। বিপত্তি এড়াতে তড়িঘড়ি জল ঢেলে বিস্ফোরকটিকে অকেজো করে ফেলা হয়। ঘটনার পর গোটা চত্বর ঘিরে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা। কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে, তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সবাই ছুটোছুটি করতে শুরু করেন ভয় পেয়ে। দেখা যায়, মধুর ক্যান্টিনের সামনে ধোঁয়া উড়ছে। তদন্তকারীদের মতে, বিস্ফোরকটির ধরন দেখে মনে হচ্ছে, ঘটনার পিছনে কোনও জেহাদি সংগঠনের হাত রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন