আমার সকাল: সিএবি বিল পাশের জের, আচমকা ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এক আবদুল মোমেন। কারণ হিসাবে বলেছেন, দেশে আচমকাই তিনি নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। একটি মহলের ধারণা, উত্তর-পূর্ব ভারতে অশান্তির জন্যই তিনি ভারত সফর বাতিল করেছেন। যদিও বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, আবদুল মোমেনের সফর বাতিল নিয়ে বেশি জল্পনা না করাই ভাল।দু’দিনের সফরে ১২ ডিসেম্বর বিকেলে নয়াদিল্লি পৌঁছানোর কথা ছিল তাঁর। কিন্তু শেষমুহূর্তে সফর বাতিল হয়।

এ বিষয়ে  বাংলাদেশের বিদেশমন্ত্রী জানান, আগামী ১৪ এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের অনুষ্ঠানে  তাঁকে থাকতে হবে। তাই এই সফরে আসতে পারছেন না। যদিও তাঁর এই সফর বাতিল নিয়ে আবদুল মোমেন বলেন, “১৪ ডিসেম্বর আমাকে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে থাকতে হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবেও থাকতে হবে। আমাদের প্রতিমন্ত্রী গিয়েছেন মাদ্রিদে। আমাদের বিদেশ সচিব গিয়েছেন হেগ শহরে। সুতরাং দেশে সব অনুষ্ঠানে আমাকেই থাকতে হবে। তাই ভারত সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”প্রসঙ্গত, বুধবার নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করে বাংলাদেশ।

বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “এই বিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের দীর্ঘদিনের ভাবমূর্তি নষ্ট করবে। একইসঙ্গে তাঁদের দেশে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা অস্বীকার করেছেন মন্ত্রী।” এদিন ঢাকায় সাংবাদিকদের মন্ত্রী জানান, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভারতের ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু নতুন বিল সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করবে। বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে মধুর সম্পর্ক। আমাদের দেশের মানুষ চান না নয়াদিল্লি এমন কিছু করুক যাতে দুদেশের সম্পর্ক প্রভাবিত হয়।” প্রসঙ্গত, এরপরেই বিকেলে ভারত সফর বাতিল করেন মন্ত্রী। এই ঘটনায় নতুন করে বির্তক তৈরি হয়েছে।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন