আমার সকাল : জ্বলছে অসম, বাংলাদেশের পর ভারত সফর বাতিল করতে পারেন শিনজো

নিজস্ব প্রতিনিধি : উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে। রাজধানী গুয়াহাটি-সহ রাজ্যের সব জায়গাতেই বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুলিশের গুলিতে এখনও পর্যন্ত পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অবস্থা সামাল দিতে অসম-সহ উত্তর-পূর্বের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রেখেছে কেন্দ্র। পরিস্থিতিতে এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর নিয়েও তৈরি হয়েছে সংশয়। আগামী রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল আবের ভারত সফর। অসমের রাজধানী গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হওয়ার কথা ছিল শীর্ষ বৈঠক। কিন্তু সেই সফরই বাতিল হতে চলেছে এবার।

আগামী ১৫ ডিসেম্বর ভারত ও জাপান বার্ষিক বৈঠক উপলক্ষে দিল্লিতে আসার কথা শিনোজা আবের। ১৫ থেকে ১৭ ডিসেম্বরের এই সফরে দু’দেশের সম্পর্ককে আরও অগ্রসর করার শপথ নেবেন দুই রাষ্ট্রনায়ক। গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের মুখ্যমন্ত্রী রবীশ কুমার জানান, অসমের রাজধানী গুয়াহাটিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। কিন্তু, এক সপ্তাহের মধ্যে তাতে পরিবর্তন এসেছে।

জাপানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সফর যেন বাতিল না হয় তার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে দুই দেশ।’ নাম না করা হলেও গুয়াহাটিতে বৈঠকের প্রস্তুতি চলছিল। তবে সূত্রের খবর, অসমের বর্তমান পরিস্থিতি দেখে জাপানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানে আসতে চাইছেন না বলেই শোনা যাচ্ছে।

ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের খবরে ইতিমধ্যে ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার বিকেলে দিল্লি পৌঁছনোর কথা ছিল মোমেনের। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। ওদিকে মেঘালয় সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। সফর বাতিল করেছেন তিনিও।

https://aamarsakal.com/2019/12/12/aamar-sakal-bangladesh-foreign-minister-canceled-visit-to-india/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন