আমার সকাল : ছ’ফুটের স্পার্ম ডোনারের থেকে জন্ম নিল বামন সন্তান! স্পার্ম ব্যাঙ্কের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ মা

নিজস্ব প্রতিনিধি : ৬’ফুটের এক ব্যক্তির থেকে স্পার্ম নেওয়ার পর এক ৪০ বছরের মহিলার সন্তান হল বামন। যারফলে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলেন ওই মহিলা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে রাশিয়াতে।

জানা গিয়েছে, বেশ কয়েকবার মা হওয়ার চেষ্টা করেও ওই মহিলা মা হতে পারেনি। শেষ চেষ্টা হিসেবে ৪০ বছরের ওই মহিলা আইভিএফ পদ্ধতির সাহায্য নেয়। কিন্তু ওই মহিলার একটাই শর্ত ছিল। তার সন্তান যেনো লম্বা হয়। তবে সন্তান জন্মানোর পর জানা গেল সে ডোয়ার্ফিজমে আক্রান্ত। অর্থাৎ তাঁর সন্তান বড় হয়ে হবে একজন খর্বকায় ব্যক্তি। আর তা জানার পরই ওই স্পার্ম ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে গেলেন ওই মহিলা।

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে সেখানকার একটি ডিস্ট্রিক্ট কোর্ট ওই স্পার্ম ব্যাঙ্ককে সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ রাখতে বলেছে। যদিও ওই স্পার্ম ব্যাঙ্কের বক্তব্য, এটা তাদের কোনও ত্রুটি নয়। তারা উৎকৃষ্ট মানের স্পার্মই সরবরাহ করেছিল। তাই এই ভুলের দায় তারা নেবে না।

যদিও মেডিক্যাল বিশেষজ্ঞদের বক্তব্য, যার জন্য ডোয়ার্ফিজম হয়, তার সঙ্গে স্পার্ম ডোনারের সম্পর্ক নেই। তাঁদের মতে, অ্যাকান্দ্রোপ্লাজিয়া, যা সাধারণ ভাবে ডোয়ার্ফিজম নামেই পরিচিত, তা একটি ‘র‍্যানডম ইভেন্ট’।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন