আমার সকাল : পাসপোর্ট ছাড়াই করতারপুর করিডরে ঢুকতে পারবেন ভারতীয় শিখরা, ঘোষণা ইমরানের

নিজস্ব প্রতিনিধি : করতারপুর করিডর দিয়ে দরবার সাহিব গুরুদ্বারগামী ভারতীয় তীর্থযাত্রীদের জন্য একাধিক ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার টুইট করে তিনি জানান, করতারপুরের গুরুদ্বার দরবার সাহিব দর্শনের জন্য শিখ তীর্থযাত্রীদের করিডর উদ্বোধনের দিন কোনও টাকা দিতে হবে না। শুধু তাই নয়, এ ক্ষেত্রে লাগবে না পাসপোর্টও। বৈধ পরিচয়পত্র দেখালেই হবে। এছাড়া তাঁদের ১০ দিন আগে নাম নথিভুক্ত করারও দরকার নেই।

আগামী ৯ নভেম্বর উদ্বোধন হতে চলেছে করতারপুর করিডরের। এই করিডর খুলে গেলেই পঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক ধর্মীয় স্থানটির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে করতারপুরের দরবার সাহিব। এই ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী পালিত হবে। বৃহস্পতিবারই লাহৌরের উদ্দেশে রওনা দিয়েছে শিখদের ১,১০০ জনের একটি দল।

https://aamarsakal.com/2019/10/31/dow-dau-burns-train-room-burns-to-death-8-people-many-injured/

এই করতারপুর করিডর নিয়েই ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিন ধরে একটা টানাপড়েন চলছিল। সেই টানাপড়েনে আপাতত ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে। করিডর উদ্বোধনের আগে পাক প্রধানমন্ত্রীর এই ঘোষণায় খুশি শিখ তীর্থযাত্রীরা।

যদিও অন্যদিন দরবার সাহিব গুরুদ্বার পরিদর্শনে ২০ মার্কিন ডলার পরিষেবা কর নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদ।

করতারপুরে ভারত থেকে আসা তীর্থযাত্রীদের জন্য খাওয়া-দাওয়া, মেডিক্যাল ক্যাম্প এবং যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে বলে ইটিপিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৮ সালের ২৮ নভেম্বর পাকিস্তানের দিকে করতারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ইমরান খান। ভারতের দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। করতারপুর করিডর শিখ সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ নভেম্বর করতারপুরপুর করিডরের উদ্বোধনের পরে গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের জনসভায় বক্তব্য রাখবেন। ভারত ও পাকিস্তান ঐতিহাসিক করতারপুর করিডর পরিচালনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। যাতে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের ভিসা ছাড়া সফর করতে দেওয়া হয় পাকিস্তানের পবিত্র দরবার সাহিব গুরুদ্বারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন