আমার সকাল : 'ভারতে আসার বদলে আমি আত্মহত্যা করব', হুমকি নীরব মোদী

নিজস্ব প্রতিনিধি : ভারতে যদি প্রত্যর্পণ করা হয় তাহলে আত্মহত্যা করব।  বুধবার ব্রিটেনের হাইকোর্টে এমনই হুমকি দিলেন নীরব মোদী। তবে আপাতত জেলেই থাকতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক মুম্বইয়ের হিরে ব্যবসায়ী নীরব মোদীকে। এই নিয়ে পঞ্চমবার নীরবের জামিন আবেদন খারিজ করল ব্রিটেনের আদালত। সেই আবেদন অবশ্য খারিজ করে দেওয়া হয়।

ওই শুনানিতে ভারত সরকারের প্রতিনিধিত্ব করা এক আইনজীবী দাবি করেন, তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হবে শুনে আত্মহত্যার হুমকি দিয়েছেন নীরব। তাঁর কথায়, “এ রকম কথাই তো পলাতক থাকার জন্য একজনের কাছে অনুপ্রেরণা হতে পারে।”

https://aamarsakal.com/2019/11/01/aamar-sokal-october-19-indian-sikhs-will-be-able-to-enter-the-kartarpur-corridor-without-a-passport-imran-announced/

ফলে আপাতত দক্ষিণপশ্চিম লন্ডনের ওয়্যান্ডওয়ার্থ জেল থেকে ছাড়া পাচ্ছেন না নীরব। আগামী ৪ ডিসেম্বর আবার আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। তাঁর জামিনের অন্যতম কারণ হিসেবে নীরব দাবি করেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যদিও বিচারক তাতে বিন্দুমাত্র কান দিতে রাজি হননি।

অন্যদিকে, আদালতের তরফে জানানো হয়, ছাড়া পেলে নীরব মোদী- যে তদন্তে বাধা দিতে পারেন, তার প্রমাণ তাদের কাছে রয়েছে। তিনি সাক্ষীদের ভয় দেখাতে পারেন, সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন. তদন্তে হস্তক্ষেপ করতে পারেন। সেই কারণেই নীরব মোদীর জামিন আবেদন খারিজ করা হচ্ছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন