নিজস্ব প্রতিনিধি : ঘরোয়া পার্টি মধ্যে আচমকায় হানা দিল বন্দুকবাজেরা। পার্টির মাঝে ঢুকেই গুলি চালাতে শুরু করে। ১০ জনের দেহে গুলি লেগেছে। তাঁদের মধ্যে চারজন মারা গিয়েছেন। বাকিরা গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেন্সো সিটিতে এক বাড়িতে। জানা গিয়েছে, বাড়ির পিছনের বাগানে জড়ো হয়েছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও তাঁদের বন্ধুবান্ধব। টিভিতে ফুটবল খেলা দেখছিলেন অনেকে।
ফ্রেন্সো পুলিশের লেফটেন্যান্ট বিল ডুলি বলেন, “অনেকে হতাহত হয়েছেন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে গিয়ে দেখা যায়, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।”
ডুলি বলেন, “বন্দুকবাজদের পরিচয় জানা যায়নি। ওই বাড়িতে অজ্ঞাতপরিচয় আততায়ীরা ঢুকে পড়ে। এলোপাতাড়ি গুলি চালিয়ে পালায়।”