আমার সকাল : দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিল ঘুঁটে, কিনতে হলে দিতে হবে ২১৫ টাকা

নিজস্ব প্রতিনিধি : দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিল ঘুঁটে। বিক্রি হচ্ছে ‘ধর্মীয় কাজে ব্যবহারের জন্য’। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে।

স্যোশাল মিডিয়ায় এক ব্যক্তি একটি ছবি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, নিউ জার্সির এডিসনের এক শপিং মলে প্যাকেটে বিক্রি হচ্ছে ঘুঁটে। ১০টি ঘুঁটের জন্য দিতে হবে প্রায় তিন ডলার। ভারতীয় মুদ্রায় যাপ্রায় ২১৫ টাকা! প্যাকেটের গায়ে লেখা, ‘ধর্মীয় কাজে ব্যবহারের জন্য’।

সব্জি মান্ডি কোডের নীচে লেখা ‘প্রোডাক্ট অব ইন্ডিয়া’। সেই সঙ্গে বন্ধনীর মধ্যে কালো অক্ষরে বড় বড় করে লেখা, ‘খাওয়ার জন্য নয়’।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেই সঙ্গে শুরু হয়েছে মজার মন্তব্যও।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন