আমার সকাল : ভিসা নিয়ে কারচুপি, ১৫০ ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা

নিজস্ব প্রতিনিধি : ভিসা কারচুপি করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অভিযোগে ১৫০ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বুধবার ভোরে তাঁদের নিয়ে একটি বিশেষ বিমান নামে দিল্লিতে।

বিমানবন্দরের এক অফিসার জানিয়েছেন, এদিন ভোর ছ’টায় বিশেষ বিমানটি নামে দিল্লি এয়ারপোর্টের টি থ্রি টার্মিনালে। ভারতে আসার আগে বিমানটি গিয়েছিল বাংলাদেশে।

আনুমানিক ১৫০ জন ভারতীয় এখনো বিমানবন্দরে টার্মিনালে আছেন। তাদের কাগজপত্র পরীক্ষা করছে অভিবাসন কর্তৃপক্ষ। বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, এসব ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি লঙ্ঘন করেছেন কিংবা তারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন।

এর আগে গত ১৮ অক্টোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত লাগোয়া দেশ মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ এক নারীসহ ৩০০ জন ভারতীয়কে ফেরত পাঠায়। এসন ভারতীয় নাগরিক মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের আটক করে ফেরত পাঠায় দেশটির সরকার।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন