নিজস্ব প্রতিনিধি : খুলে গেল কর্তারপুর করিডোর। গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষে ভারতের দিক থেকে এই করিডোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপস্থিতিতেই শনিবার সেখান থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নরোয়াল জেলায় অবস্থিত গুরুদ্বার দরবার সাহিবের উদ্দেশে রওনা দিল ৫৫০ জন পুণ্যার্থীর একটি দল। পাশাপাশি ভারতীয়দের অনুভূতিকে সম্মান জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও ধন্যবাদ জানান মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, “উনি কর্তারপুর নিয়ে ভারতের ভাবনা বুঝেছেন, ভারতের ভাবনাকে সম্মান করেছেন, সেই মতো কাজ করেছেন।”
পাকিস্তানের দিক থেকেও এই করিডোর উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তারা পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।
শনিবার সকালে পাঞ্জাবের গুরদাসপুরে ডেরা বাবা নানক এলাকায় প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের কর্তারপুর যাওয়ার জন্য ইন্টিগ্রেটেড এই চেকপোস্টটির উদ্বোধনের আগে সুলতানপুর লোধীর বার সাহিব গুরুদ্বারে পুজোও দেন। ডেরা বাবা নানক সৌধের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাবের নারওয়াল জেলার কর্তারপুর সাহিবের সঙ্গে সংযোগকারী করিডর শুরু হচ্ছে এখান থেকেই। আজ ভারতের দিকে থাকা চেকপোস্টের পাশাপাশি ভারতীয় পুণ্যার্থীদের কর্তারপুর যাত্রারও শুভ সূচনা করেন মোদি। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ ডেরা বাবা নানকের জনসভায় বক্তব্য রাখেন। গুরু নানকের ভূয়সী প্রশংসা করে শত প্রতিকূলতার মধ্যেও শিখ ধর্মকে তিনি কীভাবে রক্ষা করেছেন সেই প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর পবিত্র জীবন ও কর্মকাণ্ডের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কেন্দ্রীয় সরকার সবরকম সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
https://aamarsakal.com/2019/11/09/aamar-sokal-november-19-ram-temple-will-be-in-disputed-land-of-ayodhya-five-acres-of-land-in-separate-place-for-building-mosque-supreme-court/
প্রথম তীর্থযাত্রী হিসাবে শিখ তীর্থস্থান কর্তারপুরে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিক সানি দেওল এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কৌর বাদল।
সংবিধান থেকে অস্থায়ী ৩৭০ ধারা বিলোপ করার ফলে শিখরাও কাশ্মীরে সমান অধিকার পাবেন বলে উল্লেখ করেন। নাগরিকত্ব আইন সংশোধন করা হলে প্রতিবেশী দেশ থেকে যে সব শিখ ধর্মাবলম্বী ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে, সে কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।