নিজস্ব প্রতিনিধি : অপহরণ হওয়ার পর BMW গাড়িতে মিলল এনআরআই মিলিয়ানেয়ার তুষার আতরেকের দেহ। কয়েকদিন আগে তুষার আতরেকে তাঁর ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল।
আরও পড়ুন:আমার সকাল: বাবুলের গায়ে হাত! যাদবপুরের দেবাঞ্জন বেধড়ক মার খেল বর্ধমানে, কাঠগড়ায় বিজেপি
পুলশ জানিয়েছে, শেষবার ৫০ বছরের টেকিকে তাঁর সাদা বিএমডব্লিউ গাড়িতে দেখা গিয়েছিল। ১ অক্টোবর রাত ৩টে নাগাদ সান্তা ক্রুজের বাড়ি থেকে অপহরণ করা হয় ডিজিটাল মার্কেটিং কোম্পানির মালিক তুষার আতরেকে। সান্তাক্রুজ কাউন্টির শেরিফ অফিস এ বিষয়ে কিছু বিস্তারিত তথ্য দিয়েছেন। মঙ্গলবার ভোরে তুষারের বাড়ি থেকে ৯১১ ইমার্জেন্সি নম্বরে ফোন আসে বলে জানানো হয়েছে।মঙ্গলবারই বিকেলের দিকে সান্তা ক্রুজ মাউন্টেইন থেকে মেলে গাড়াটি। সেখানেই উদ্ধার হয় একটি দেহ।