নিজস্ব প্রতিনিধি : এবার হায়দরাবাদে নিজেমের সম্পত্তির দাবি করে ব্রিটিশ আদালতে মুখ পুড়ল পাকিস্তানের। দীর্ঘ ৭০ বছর ধরে ইংল্যান্ডের ব্যাঙ্কে গচ্ছিত হায়দরাবাদের নিজামের ১০ লক্ষ পাউন্ডে তাদেরই দাবি রয়েছে বলে সে অর্থ আটকে রেখেছিল পাকিস্তান। কিন্তু শেষমেশ ভারতের পক্ষেই রায় দিল লন্ডন হাইকোর্ট। বুধবার লন্ডন হাইকোর্ট জানিয়ে দিল নিজামের ওই সম্পত্তিতে পাকিস্তানের কোনও অধিকার নেই। এ দিন আদালত জানিয়ে দেয়, নিজামের বংশধরই ওই টাকার অধিকারী ভারত।
আরও পড়ুন:আমার সকাল : দুষ্কৃতীদের খুন প্রথম শিখ পুলিশ অফিসার, শোকপ্রকাশ করল ভারত
১৮৪৮ সালে হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান ব্রিটেনে পাকিস্তান হাইকমিশনারের কাছে ১০ লক্ষ পাউন্ড নিরাপদে রাখার জন্য দিয়েছিলেন। দেশ ভাগের সময় ওসমান আলি খান পাকিস্তানের সঙ্গে যোগ দিলেও থেকে যান ভারতেই। তাঁর শেষ জীবন কাটে ভারতেই। ১৯৬৭ সালে হায়দরাবাদের নিজামদের প্রাসাদেই তাঁর মৃত্যু হয়। এরপরই ১৯৪৭ সালে দেশভাগের সময় লন্ডনের একটি ব্যাংকে নিজামের গচ্ছিত অর্থের দাবি জানিয়ে ব্রিটিশ আদালতে দাবি জানিয়েছিল পাকিস্তান। এই ইস্যুতে মামলা করে হায়দরাবাদের নিজামের পরিবার। পরিবারের দুই উত্তোরাধিকারী প্রিন্স মুকাররম ঝা এবং তাঁর ভাই মুফফখম ঝার পাশে দাঁড়ায় ভারত। তাতে মামলার বিশেষ সুবিধে হয়। দীর্ঘ আইনি লড়াইের পরে NatWest ব্যাংককে গচ্ছিত ৩৫ মিলিয়ন পাউন্ডের লড়াইয়ে সুবিধা হয় দিল্লি।
আরও পড়ুন:আমার সকাল : ইমরানের পরমাণু হুমকি প্ররোচনামূলক, কড়া প্রতিক্রিয়া ভারতের
ন্যাটওয়েস্ট ব্যাঙ্কে গচ্ছিত নিজাম ওসমান আলি খানের সেই ১০ লক্ষ পাউন্ড বর্তমানে সুদে-আসলে বেড়ে হয়েছে প্রায় ৩.৫ কোটি পাউন্ড। ভারতীয় মূদ্রায় যা প্রায় ৩০৬ কোটি টাকা।
লন্ডনের রয়্যাল কোর্ট অফ জাস্টিসের বিচারক মার্কাস স্মিথ তাঁর রায়ে বলেছেন, সপ্তম নিজাম ওই সম্পত্তির অধিকারী। ফলে ভারত সরকার এবং প্রিন্স এই সম্পদের অধিকারী। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হওয়ায় এবং তার উপরে পরিবারের দাবি স্বীকৃত হওয়ায় খুশি নিজামের পরিবার।