আমার সকাল: ১৮০ ডিগ্রি ঘুরে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন

নিজস্ব প্রতিনিধি— কাশ্মীর ইস্যু নিয়ে ভিন্ন সময় ভিন্ন মত পোষণ করছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারত সফরের আগে মঙ্গলবারই বলেছিলেন কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে আছি। কিন্তু বুধবারই ১৮০ ডিগ্রি ঘুরে পাকিস্তানকেই সমর্থন করলেন চিনের প্রেসিডেন্ট। ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় কাশ্মীর ‘মূল বিষয়’ হবে এটা স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট জিনপিং। পাশাপাশি, এও জানিয়ে দিয়েছেন কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের পাশেই থাকবে বেজিং।

কাশ্মীর ইস্যুতে চিনকে পাশে পাওয়ার জন্য তিনবার চিন সফর করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে বেজিং সফরে রয়েছেন তিনি। বুধবার ছিল প্রেসিডেন্ট জিনফিং-এর সঙ্গে তাঁর বৈঠক। চিনের সংবাদ মাধ্যম জিনহুয়া নিউজ সূত্রে খবর, ওই বৈঠকেই জিনফিং বলেছেন, ‘‘কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা স্পষ্ট।’’ কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। তবে এই ব্যাপারে দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানের পাশেই থাকবে চিন।

আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মিত্র এবং ভারত বিরোধী বলেই পরিচিত চিন। বুধবারের বৈঠকে সেই বার্তা আরও স্পষ্ট করে জিনপিং বলেন, ‘‘আন্তর্জাতিক মহলের চাপ আসুক বা আঞ্চলিক পরিস্থিতিতে যত বড় বদলই হোক, যে কোনও সঙ্কটময় অবস্থায় চিন-পাকিস্তানের বন্ধুত্ব কখনওই ভাঙেনি, আর ভাঙবেও না। এই সম্পর্ক পাথরের মতোই দৃঢ় ও মজবুত। বেজিং-ইসলামাবাদ পারস্পরিক সহযোগিতার দরজা কোনও দিনই বন্ধ হবে না।”

আমার সকাল: ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং

কাশ্মীর প্রসঙ্গে চিনের অবস্থান স্পষ্ট হওয়ার পরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “ইমরান-জিংপিং বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা আমরা শুনলাম। ভারত কিন্তু কাশ্মীর প্রসঙ্গে নিজের অবস্থান বদলাবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই ব্যাপারে ভারতের ভাবনা কী, সেটা চিনের প্রেসিডেন্ট খুব ভালো করেই জানেন। কাজেই বাইরের কেউ এই ব্যাপারে নাক গলাক সেটা আমরা চাই না।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন