নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছিল ১৯ সেপ্টেম্বর। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছিলেন, ক্যাম্পাসের মধ্যে তাঁকে হেনস্থা করেছে কিছু বাম ও অতিবাম সংগঠনের ছাত্র। তারপর থেকেই নাকি রোজ মাথা ধরছে তাঁর। সমস্যা হচ্ছে চোখেও। আমেরিকায় গান গাইতে গিয়ে বাড়াবাড়ি হওয়ায় লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে এমআরআই করাতে হল বাবুলকে।
আরো পড়ুন: বিএসএনএল বন্ধ করে দিচ্ছে কেন্দ্র! অর্থমন্ত্রকের শিলমোহরও চূড়ান্ত, বলছে সংবাদমাধ্যম
সোশ্যাল মাধ্যমের দৌলতে জানা গিয়েছে, লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ আরভিনে বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট হয়েছে আসানসোলের বিজেপি সাংসদের। বাবুল জানিয়েছেন, ‘বাঁ চোখের মণির পেছনে কান পর্যন্ত খুব যন্ত্রণা হয়। এর জন্য রোজ অসহ্য মাথা ব্যাথা হয়। আধুনির বাংলার ছাত্র হিসেবে পরিচিত কয়েকজন যাঁরা নিজেদের মাওবাদী ও SFI বলে উল্লেখ করে, তাঁদের পাথর ছোড়া, কালো পতাকা জড়ানো লাঠির আঘাত, ঘুঁষির কারণে এ সব হয়েছে। কী হয়েছে সেটা বড় কথা নয়।
এটা প্রাণঘাতীও নয়। কিন্তু কী ভাবে গুণ্ডারা বাইরের দরজা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকল, সেটা সত্যিই উদ্বেগের। রাজনীতির কারণে নয়, শিক্ষার কারণেই এই নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত।’ প্রসঙ্গত, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নবীণবরণ অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর ক্যাম্পাস। ছাত্র বিক্ষোভে প্রায় ছ’ঘণ্টা আটকে থাকতে হয় বাবুল সুপ্রিয়কে। তারপর ওই দিন রাত ন’টা নাগাদ রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়ে উদ্ধার করেন বাবুলকে।
একাধিক ভিডিও ফুটেজে ছাত্রছাত্রীদের সঙ্গে মন্ত্রীর ধস্তাধস্তির ছবি ধরা পড়ে।’ছাত্রদের হাতে হেনস্থা’ হওয়ার পর থেকেই নাকি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন আসানসোলের সাংসদ। এবার আমেরিকায় গানের অনুষ্ঠানে গিয়ে নিজের চিকিৎসার কথা নিজেই ফেসবুকে জানালেন বাবুল।