আমার সকাল : আমেরিকায় আছড়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান, মৃত ৭

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল আমেরিকার কানেক্টিকাটে। এই ঘটনায় বিমান-কর্মী ও যাত্রী মিলিয়ে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। ব্র্যাডলে আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করার সময় আছড়ে পড়ে বিমানটি।

আরও পড়ুন:আমার সকাল: সিবিআই তাঁকে না পেলেও অজ্ঞাতবাস ছেড়ে এবার জনসমক্ষে আলিপুরে রাজীব কুমার

জানা গিয়েছে, উড়ানের পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বোয়িং বি-১৭-এর। উড়ানের ১৫ মিনিটের মধ্যেই দুর্ঘটনার খবর আসে। আমেরিকার কানেক্টিকাটে ব্র্যাডলে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এই বোমারু বিমান।

আরও পড়ুন:আমার সকাল : দুষ্কৃতীদের খুন প্রথম শিখ পুলিশ অফিসার, শোকপ্রকাশ করল ভারত

ব্র্যাডলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ বিমানটি রওনা দেয়। দশ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী, সব মিলিয়ে মোট ১৩ জন ছিলেন বিমানে।

আরও পড়ুন:আমার সকাল: নবরাত্রিতে বড়সড় হামলার আশঙ্কা, সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা

বিমানবন্দরের ডিরেক্টর কেভিন ডিলন বলেছেন, এদের মধ্যে তিনজন তখন ল্যান্ডিং সাইটে ছিলেন। মাটিতে আছড়ে পড়েই আগুন ধরে যায় বিমানটিতে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে গোলমাল দেখা দেয় বলে জানান পাইলট। এমার্জেন্সি ল্যান্ডিং-এর আবেদনও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন