আমার সকাল : মাছ ধরাকে কেন্দ্র করে অশান্তি, বিএসএফ-বিজিবির গুলির লড়াইয়ে মৃত্যু এক ভারতীয় জওয়ানের

নিজস্ব প্রতিনিধি : মাছ ধরাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি। ওপার বাংলার সীমান্ত রক্ষীবাহিনীর গুলিতে প্রাণ গেল এক বিএসএফ জাওয়ানের। মৃতের নাম বিজয়। জখম হয়েছে আরও এক জাওয়ানের। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি বিএসএফ-এর হেড কনস্টেবল। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:আমার সকাল: দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন জনপ্রিয় অভিনেত্রীর

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পদ্মানদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিন ভারতীয় মৎস্যজীবী। স্থানীয়রা জানিয়েছেন, মাছ ধরতে ধরতে তাঁরা জিরো পয়েন্টে অর্থাৎ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চলে গিয়েছিলেন। অভিযোগ, সেইসময়ই ৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে বিজিবি (Border Guards Bangladesh)। কিছু পরে দুই মৎস্যজীবী কাগমারিচরের বিএসএফ পোস্টে এসে জানান, তাঁদের দু’জনকে ছেড়ে দিলেও একজনকে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ। এবং ফ্ল্যাগ মিটিংয়ের জন্য বিএসএফ কমান্ডারকে ডেকে পাঠানো হয়েছে। এই খবর পাওয়ার পরেই বেলা সাড়ে দশটা নাগাদ কমান্ডারের নেতৃত্বে জলঙ্গির ১১৭ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা বোট নিয়ে রওনা হন। ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও ওই মৎস্যজীবীকে ছাড়া দূরের কথা, বিএসএফের কর্মী আধিকারিকদেরও ঘিরে ফেলার চেষ্টা হয়। পরিস্থিতি আন্দাজ করে ফেরার পথ ধরতেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়তে শুরু করে বলে অভিযোগ বিএসএফের।

আরও পড়ুন:আমার সকাল : বিপদ! ২টি SMS পেলেই পুলিশকে ফোন করুন, স্যোশাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ লালবাজারের

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজয় ভান নামে এক বিএসএফ জওয়ানের। মাথায় গুলি লাগে তাঁর। আহত হন রাজবীর সিং নামে একজন হেড কনস্টেবল। বিএসএফ-এর ১১৭ নম্বর ব্যাটেলিয়নের হেড কনস্টেবল রাজবীর সিং। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রণব মণ্ডল নামে একজন ভারতীয় এখনও বিজিবি-র হেফাজতে রয়েছেন। বাকি দুজনকে উদ্ধার করতে পেরেছে বিএসএফ। ঘটনার পর দু’তরফে ডিজি পদমর্যাদার অফিসারদের উপস্থিতিতে  বৈঠক হয়। বিজিবি-র তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মিলেছে বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গিতে জলসীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছিলেন তিনজন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের উদ্ধার করতে গিয়েছিল বিএসএফ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন