আমার সকাল: জাপানের ভাবী সম্রাটের বয়স মাত্র ১৩!

নিজস্ব প্রতিনিধি— বয়স এখন তার ১৩! যে বয়সে বই, খাতা, আর খেলাধূলা নিয়ে ব্যস্ত থাকার কথা এখন সেই বয়সেই তাঁকে জাপানের সম্রাটের মতো বড় দায়িত্ব নিতে হবে। কারণ, জাপানের প্রথা অনুযায়ী কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী। তাই কাকার পরে এবার ভাইপোর পালা। চলতি বছরেই জাপানের সম্রাট হয়েছেন কাকা প্রিন্স নারুহিতো। এরপরে সম্রাট হবে কনিষ্ঠতম রাজকুমার হিসাহিতো। ভাবী সম্রাটকে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দেওযার জন্য গত অগস্টে সে গিয়েছিল ভুটান সফরে। সে এখন সম্রাট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাপানি ঐতিহ্য মেনে ‘হাকামা’ কিমানো পরা অভ্যাস করছে। শিখছে তির ছুঁড়ে লক্ষ্যভেদ করা। আগামী ২২ অক্টোবর তিনি আন্তর্জাতিক মহলের কাছে সম্রাট হওয়ার কথা ঘোষণা করবেন।

Image result for The future emperor of Japan is only 13!

জাপানের প্রথা অনুযায়ী কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী। সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবে চান না এই নিয়ম বদলে যাক। পুরানো প্রথা অনুযায়ী নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে হিসাহিতো জাপানের সিংহাসনের উত্তরাধিকারী। সেদেশের বিখ্যাত সংবাদপত্র ‘আসাহি’-তেও সম্প্রতি লেখা হয়েছে, রাজবংশের প্রথা অনুযায়ী, প্রিন্স আসাহিই আগামী দিনে সম্রাট হবে।

Related image

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন