আমার সকাল: মুখোমুখি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৩৫ জন হজ যাত্রীর

নিজস্ব প্রতিনিধি— গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রান হারালেন ৩৫ জন হজ যাত্রী। মৃত্যের সংখ্যাটি আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার সৌদি আরবের মক্কা যাওয়ার জাতীয় সড়কের উপর।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটির যাত্রীরা সকলেই হজ করতে যাচ্ছিল। বুধবার স্থানীয সময় সন্ধ্যা সাতটায় মক্কা জাতীয সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে সৌদি আরবের বাসিন্দা ছাড়াও এশিয়ার অন্যন্য দেশের বাসিন্দারাও ছিল। মৃত যাত্রীদের এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় গুরুতর জখম চার জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা আশঙ্কাজনক।

এই খারাপ অবস্থায় অলাভজনক ব্যাঙ্কগুলিকে বেচে দেওয়া দরকার, জানালো নোবেলজয়ী অভিজিত

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে সন্ধ্যের অন্ধকারে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মিনার আল-আকাল সেন্টারের কাছে মুখোমুখি ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি ভারী গাড়ির সঙ্গে। সূত্রের খবর, এক্সক্যাভেটার বা ওই জাতীয় কোনও গাড়ির সঙ্গেই সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে উল্টে যায় বাসটি। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পৌঁছয় পুলিশ।

উল্লেখ্য, প্রতি বছর বিশ লাখেরও বেশি পুণ্যার্থী মিনা হয়ে গ্র্যান্ড মসজিদে কাবা-র উদ্দেশে হজ করতে যান। সৌদির সংবাদ সংস্থা জানিয়েছে, আজও সেখানেই যাচ্ছিলেন হজযাত্রীরা। তার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন