নিজস্ব প্রতিনিধি : শনিবার রাতে জাপানে আছড়ে পড়ল শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় হাগিবিস। এই ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে জাপান। অন্যদিকে ভূমিকম্প। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ১৭ জন। জখম হয়েছেন আরও ১০০ জন। আর এর জেরে গৃহহীন হয়েছেন কমপক্ষে দু’হাজার মানুষ। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।
রবিবার সকালে ঝড় কিছুটা দুর্বল হলেও তার জেরে ধ্বংস কিছু কম হয়নি। বাতিল করতে হয়েছে রাগবি বিশ্বকাপের আরও একটা ম্যাচ। প্রবল বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাপানের নাগানোতে। চিকুমা নদীর জলোচ্ছ্বাসের জেরে আশপাশের এলাকা জলমগ্ন। বাড়ির তিনতলা পর্যন্ত উঠে গিয়েছে বন্যার জল।
উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে জাপানের সেনাবাহিনী। বাড়ির ছাদে বা ব্যালকনিতে দাঁড়িয়ে টাওয়েল নেড়ে বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে দেখা গিয়েছে দুর্গতদের। নাগানো শহরের এক জরুরি পরিষেবা বিভাগের অফিসার ইয়াসুহিরো ইয়ামাগুচি জানিয়েছেন, ‘এক রাতে আমরা ৪২৭টি বাড়ির ১,৪১৭ জনকে সরিয়েছি। আরও কত বাড়ি বন্যা কবলিত তা এখনও স্পষ্ট নয়।’ আকাশপথে তোলা ফুটেজে দেখা গিয়েছে, নাগানো শহরে কাদাজলে প্রায় অর্ধেক ডুবে রয়েছে বুলেট ট্রেন।