নিজস্ব প্রতিনিধি: কাশ্মীর নিয়ে চিন্তিত হলেও দেশের মাটিতে জঙ্গি কার্যকলাপের রাশ না টানায় আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে পাকিস্তান। তারা যে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে বার বার ব্যর্থ হয়েছে, সে কথা বলেছে আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। প্যারিসে রবিবার বৈঠক। এই বৈঠকেই আলোচনা হতে পারে পাকিস্তানকে নিয়ে।
সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে তারা আর্থিক মদত দিচ্ছে বলে প্রমাণ হয়ে গেলে এফএটিএফের কালো তালিকাভুক্ত হবে পাকিস্তান। এখন এফএটিএফের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। কালো তালিকাভুক্ত হয়ে গেলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্বব্যাঙ্ক প্রভৃতি থেকে ঋণ ও আর্থিক সহায়তা তারা পাবে না।
বিশ্বের যে কোনও দেশের বিনিয়োগকারী সংস্থা এর পর পাকিস্তানে কোনওরকম বিনিয়োগে রাজি নাও হতে পারে। প্রায় ৩০ বছরের পুরনো সংস্থা FATF বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার উপর নজর রাখে। এই সংস্থার রায় সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের সদস্যদের সিদ্ধান্তের উপর। নিজেদের গ্রে লিস্ট থেকে বের করে আনার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
কিন্তু তার জন্য আজ বৈঠকে পাকিস্তানের পক্ষে আন্তত ১৫টি ভোট পড়তে হবে। আন্তর্জাতিক মহল মনে করছে, ১৫টি ভোট পাকিস্তানের পক্ষে যাওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে তাদের আরও একবার গ্রে লিস্ট-এর অন্তর্ভুক্ত থাকতে হতে পারে।বর্তমানে এফএটিএফের প্রধানের পদে রয়েছে চিন। তারা পাকিস্তানের বন্ধু। তবে জঙ্গি সংগঠনগুলিকে যারা আর্থিক মদত দিচ্ছে তাদের কার্যকলাপ সমর্থন করা চিনের পক্ষে সম্ভব হবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল। সদ্যসমাপ্ত ভারত সফরে এসে সন্ত্রাস দমনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সহমত পোষণ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাই স্ববিরোধিতা করা চিনের পক্ষে মুশকিল।