নিজস্ব প্রতিনিধি— এদেশে নিজের সব কিছু বিক্রি করে স্বামীর সঙ্গে আমেরিকায় চলে গিয়েছিলেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী নেহা বনশল। আর সেখানেই গিয়ে মহা বিপাকে পড়েছেন তিনি। বিপদ এতটাই যে বিদেশ থেকে দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন জানান তিনি।
সাম্প্রতি একটি ভিডিও পোষ্ট করেছেন ওই অভিনেত্রী। আর সেখানেই তিনি কাঁদতে কাঁদতে জানিয়েছেন তাঁর বিপদের কথা। ভিডিওতে নেহা জানিয়েছেন, তাঁর স্বামীর মার্কিন নাগরিকত্ব রয়েছে। নিজের সব কিছু বিক্রি করে স্বামীর সঙ্গে আমেরিকায় ঘর করতে যান নেহা। বিয়ের ছ’মাস কাটতে না কাটতেই অত্যাচার শুরু করেন স্বামী। নেহা দাবি করেছেন, তাঁর স্বামী এমন হুমকিও দেন যে, তিনি মার্কিন নাগরিক হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী বা আইন তাঁর কিছুই করতে পারবে না। শুধু মানসিক নির্যাতনই নয়, শারীরিক অত্যাচারও চলছে। সব শেষে তাঁকে ছেড়ে চলে গিয়েছেন স্বামী। এই অবস্থায় দেশে ফিরতে চান নেহা। আর তার জন্যই ফেসবুকে ভিডিও পোস্ট করে সাহায্য চেয়েছেন খোদ প্রধানমন্ত্রীর থেকে। প্রধানমন্ত্রীর সাহায্য না পেলে তাঁর কাছে মৃত্যু ছাড়া কোনও পথ খোলা নেই বলেও দাবি করেছেন ওই নায়িকা।
দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর রাঁচীতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল বিজেপি সাংসদ