আমার সকাল: দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরা, জীবন্তদ্বগ্ধ হয়ে মৃত্যু হল ৪৬ জনের, আহত বহু

নিজস্ব প্রতিনিধি— কয়েক মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গেল। দাউ দাউ করে জ্বলতে থাকল একটি ট্রেনের তিনটি কামরা। ঘটনাস্থলে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল ৪৬। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে বাইরে লাফ দেন বহু যাত্রী।ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম বহু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল তেজগাম এক্সপ্রেস। মাঝপথে হঠা‍ৎই বিস্ফোরণের আওয়াজ শুনতে পান যাত্রীরা। তারপরেই নিমেশে আগুন ট্রেনের কামরায় ছড়িয়ে পরে। পাকিস্তান রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক সদস্য বুকিং করে ছিলেন। সকালের খাবার তৈরির সময়ে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করতে গেলে, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে কামরা থেকে ট্রেনের বাইরে লাফিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় মুহুর্তের মধ্যে পাশের আরও একটি কামরায় আগুন ছড়িয়ে যায়। পরে পাশের আরও একটি কামরা সহ মোট তিনটি কামরা চলে যায় আগুনের গ্রাসে।

আমার সকাল: লৌহপুরুষের ১৪৪ তম জন্মদিনে প্রধানমন্ত্রীর ভাষণে সন্ত্রাস দমন থেকে ৩৭০ ধারার প্রসঙ্গ উঠে এল

পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আরও জানান, ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষ উদ্ধারকারী দল। অগ্নিদগ্ধদের দ্রুত উদ্ধার করে স্থানীয় লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও মুলতান থেকে ঘটনাস্থলে পৌঁছায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন