আমার সকাল: রাষ্ট্রপুঞ্জেও বিপাকে ইমরান, ভিয়েনা চুক্তি ভেঙেছে পাকিস্তান! দিল্লিকে সর্মথন আন্তজার্তিক আদালতের

নিজস্ব সংবাদদাতা: ফের বিপাকে পাকিস্তান। এবার কুলভূষণ মামলায় রাষ্ট্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধেই নালিশ করলেন আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রেসিডেন্ট।কুলভূষণ যাদব মামলায় ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় জানিয়েছেন আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রেসিডেন্ট আবদুলকায়ি ইউসুফ।

বুধবার ১৯৩ সদস্য বিশিষ্ট রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় আন্তর্জাতিক ন্যায় আদালতের রিপোর্ট পেশ করা হয়। সেখানে আবদুলকায়ি ইউসুফ জানিয়েছেন, ‘ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান’। প্রেসিডেন্ট ইউসুফ রাষ্ট্রসঙ্ঘে এই প্রশ্নও তুলেছেন যে, কনসুলার অ্যাকসেস নিয়ে দুই দেশের কোনও চুক্তি হয়েছিল কিনা ২০০৮ চুক্তি ছাড়া। দেখা যাচ্ছে, তেমন কিছুই হয়নি।

https://aamarsakal.com/2019/10/31/dow-dau-burns-train-room-burns-to-death-8-people-many-injured/

একইসঙ্গে কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশও পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। বন্দি কুলভূষণের মৃত্যুদণ্ড যাতে না হয়, সেজন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ভারত। রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক আদালত যেভাবে পাকিস্তানকে তিরস্কার করেছে, তাতে ভারতের সেই উদ্যোগের সাফল্য দেখছেন অনেকে।

কুলভূষণ যাদব নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। পাকিস্তানের অভিযোগ, তিনি চরবৃত্তি করতে সেদেশে ঢুকেছিলেন। ২০১৭ সালে পাকিস্তানের সেনা আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ভারতের পালটা বক্তব্য, কুলভূষণ তাঁর ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। সেখান থেকে পাকিস্তানের গুপ্তচরেরা তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছে।

ইসলামাবাদের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনেছিল দিল্লিও। তার বক্তব্য ছিল, পাকিস্তানে ভারতীয় কনস্যুলেটের কর্মীরা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারছেন না। দিল্লির অভিযোগেই সায় দিয়েছে আন্তর্জাতিক আদালত।প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর ভিয়েনা কনভেনশন এবং আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় মেনে কুলভূষণের কনসুলার অ্যাকসেস দেয় পাকিস্তান।

তাঁর সঙ্গে সাক্ষাতের পর নয়াদিল্লি জানায়, এই মামলায় পাকিস্তানের মিথ্যাকে সমর্থন করার জন্য ভয়াবহ রকমের চাপ দেওয়া হচ্ছে কুলভূষণের উপর। এর আগে অগাস্টের গোড়ায় একবার কুলভূষণের কনসুলার অ্যাকসেস দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু নির্ভয় ও চাপহীন পরিবেশে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত।এবার পাকিস্তানের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। পাকিস্তান যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে বলে ভারতের বক্তব্য ছিল তার সঙ্গে সহমত পোষণ করেছে আন্তর্জাতিক ন্যায় আদালত।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন