আমার সকাল: কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থনকারী দেশকে মিসাইল হামলার হুমকি দিলেন পাক মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি—  ফের বিতর্কের কেন্দ্রে পাকিস্তান। এবার পাকিস্তানের মন্ত্রী আলি আমিন গান্দাপুর (মিনিস্টার ফর কাশ্মীর আফেয়ার্স অ্যান্ড গিলগিট বালুচিস্তান) হুমকি দিয়ে বলেছেন, কাশ্মীর সংক্রান্ত কোনও কাজ ও সিদ্ধান্তে যে সব দেশ ভারতকে সমর্থন করবে, তাদের ইসলামাবাদ শত্রু হিসেবে চিহ্নিত করবে এবং তাদের উপর মিসাইল হামলা করবে পাকিস্তান। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ কারার পর কার্যত উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তাঁর দাবি উপত্যকার মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে ভারত। কিন্তু জঙ্গি ‘মদতপুষ্ট’ পাকিস্তান পাশে পায়নি বিশ্ব নেতাদের। অপরদিকে শুরু থেকেই ভারত দাবি করে এসেছে কাশ্মীর সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে আর কোনও দেশের বক্তব্য থাকতে পারে না। ঠিক এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীর ইস্যুতে যে দেশ ভারতকে সমর্থন করবে সেই দেশকে পাকিস্তানের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে সরাসরি হুমকি দিলেন পাক মন্ত্রী আলি আমিন গান্দাপুর।

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, সীমান্তের ওপরে ছোঁড়া গুলিতে নিহত এক নাগরিক

মঙ্গলবার একটি অনুষ্ঠানে আলি আমিন বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে তিক্ততা বাড়লে পাকিস্তান বাধ্য হবে যুদ্ধ শুরু করতে। আর যে সব দেশ ভারতের পাশে থাকবে এবং পাকিস্তানকে সহযোগিতা করবে না তাদের আমরা শত্রু বলেই বিবেচনা করব। ভারত এবং সেই সব দেশকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়বে পাকিস্তান।’ পাক সাংবাদিক নাইলা ইনায়াত বক্তৃতার এই ভিডিয়োর একটি অংশ ট্যুইট করেছেন।

কাশ্মীরে হত্যালীলা অব্যাহত! জঙ্গি হানায় নিহত পাঁচ বাঙালি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন