আমার সকাল : ‘জঙ্গি নয়, বাগদাদি ধর্মগুরু’, ট্রোলের জেরে শিরোনাম পাল্টাতে বাধ্য হল ওয়াশংটন পোস্ট

নিজস্ব প্রতিনিধি : ছিল জঙ্গি, হয়ে গেল ধর্মগুরু। গতকাল বাগদাদির মৃত্যু সংবাদে ‘ধর্মগুরু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বিপাকে পড়েছিল মার্কিন সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’-এর অনলাইন সংস্করণ।  স্বাভাবিক ভাবেই এই শিরোনাম নিয়ে চরম ট্রোলিং শুরু হয় সোশ্যাল মিডিয়াজুড়ে। পরে অবশ্য সেই শিরোনাম পাল্টে দিয়ে ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষের তরফে ভুল স্বীকার করে বলা হয়েছে, তাড়াহুড়োয় পরিবর্তন করতে গিয়েই এই কাণ্ড ঘটেছে, যা হওয়া উচিত ছিল না।

শনিবার রাতভর (মার্কিন সময় অনুযায়ী) জল্পনা জিইয়ে রেখে রবিবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, মার্কিন সেনার অভিযানে ‘কুকুরের মতো মৃ্ত্যু হয়েছে বাগদাদির’। তার পর থেকেই অনলাইন সংবাদ মাধ্যমগুলি এই খবর নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়ে। এরপরই ওয়াশিংটন পোস্ট প্রথমে সেই খবর প্রকাশ করে ‘টেররিস্ট ইন চিফ’ বা শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শিরোনাম পাল্টে করা হয়েছিল, ‘উগ্র ধর্ম-বিশারদ ইসলামিক স্টেটের মাথার ৪৮ বছর বয়সে জীবনাবসান।’’

বিতর্ক বাধে এই দ্বিতীয় শিরোনাম নিয়েই। এই শিরোনাম প্রকাশিত হতেই সারা বিশ্ব থেকে ‘ওয়াশিংটন পোস্ট’কে নিশানা করে তুমুল সমালোচনা শুরু হয়। আমেরিকায় ট্রাম্পপন্থীরা ওয়াশিংটন পোস্টকে তীব্র আক্রমণ শুরু করেন। শেষমেশ শিরোনাম বদলে ফেলতে বাধ্য হল ‘ওয়াশিংটন পোস্ট’-এক মতো একটি দাপুটে সংবাদমাধ্যম। লিখল, “আবু বকর আল-বাগদাদি, ইসলামিক স্টেট জঙ্গিদলের প্রধান, ৪৮ বছর বয়সে প্রয়াত।”

শেষমেশ সিরিয়ায় ইদলিব প্রদেশের বারিশা এলাকার অভিযান সফল বলে ঘোষণা করেছেন মার্কিন তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, যে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি যার মাথার দাম ২ কোটি ৫০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭ কোটি টাকা), তাকেই মাত্র কয়েক ঘণ্টার অপারেশনে নিকেশ করেছে মার্কিন সেনা। মৃত ব্যক্তি যে বাগদাদি সেটাও হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। দাবি করা হয়েছে, আত্মঘাতী জ্যাকেটের বোতাম টিপে নিজেকে উড়িয়ে দিয়েছেন আইএস প্রধান। দেহাংশের ডিএনএ পরীক্ষা করে ফরেন্সিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, মৃত ব্যক্তি বাগদাদি ছাড়া আর কেউ নন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন