আমার সকাল : আত্মঘাতী আইসিস প্রধান আল-বাগদাদি! ট্রাম্পের টুইটে তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিনিধি : সিরিয়াতে গোপন হামলায় নিহত হয়েছেন আইসিস জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটে সেই জল্পনা বেড়েছে। ট্রাম্প টুইটে বলেছেন, বড় কিছু একটা হয়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার বড় ঘোষণা করতে চলেছেন ট্রাম্প। সেই ঘোষণার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

https://twitter.com/realDonaldTrump/status/1188264965930700801

শনিবার সিরিয়ায় ইদলিবে আইএস জঙ্গি শিবিরে আঘাত হানে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই হামলায় মৃত্যু হয়েছে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির। বিভিন্ন সরকারি সূত্রের ভিত্তিতে আইএস প্রধানের মৃত্যু হয়েছে বলে ফের একবার দাবি করল মার্কিন সংবাদমাধ্যম।

অন্যদিকে হোয়াইট হাউস সূত্রে খবর, সিরিয়ায় আইসিস জঙ্গিদমনে ছাড়পত্র দিয়েছিলেন প্রেসিডেন্ট। তারপরেই সেনা সেখানে গোপন অভিযান করে। তাদের মূল লক্ষ্য ছিলেন আইসিস নেতা আল-বাগদাদি। অভিযান যে হয়েছে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করেছে মার্কিন সেনা। তাহলে কি সেই অভিযানেই নিহত হয়েছেন আল-বাগদাদি। কারণ ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এরকমই এক গোপন অভিযানে খতম হয়েছিলেন আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন। সেই স্মৃতিই ফের ফিরে আসছে।

https://aamarsakal.com/2019/10/23/aamar-sokal-october-19-39-bodies-were-found-in-the-near-london-truck-the-driver-arrested/

উল্লেখ্য, গত এপ্রিল মাসে শেষবারের মতো একটি ভিডিওতে বাগদাদিকে দেখা গিয়েছিল। তারপর থেকে কার্যত উবে জায় ওই জঙ্গি নেতা। গোয়েন্দা রিপোর্টে অবশ্য বলা হয় সিরিয়ায় আত্মগোপন করে রয়েছে সে। প্রসঙ্গত, ২০১৪ সালেও বাগদাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে সেবারে একটি ভিডিও প্রকাশ করে তা খারিজ করে দেয় আইএস প্রধান। ২০১৭ সালে রাকা শহরে অল্পের জন্য মার্কিন বোমার আঘাত এড়িয়ে যায় ওই জঙ্গিনেতা।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের একটি বড় অংশে নিজেকে খলিফা বলে দাবি করে ইরাকের বাসিন্দা আবু বকর আল বাগদাদি। শুরু হয় ভয়ঙ্কর রক্তপাত। মার্কিন সেনাবাহিনী একের পর এক আইএস ঘাঁটি ধ্বংস করে দিলেও অধরাই থেকেছে আইএস প্রধান। তার মাথার দাবি ২৫ মিলিয়ন ডলার হাঁকে মার্কিন বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন