আমার সকাল : হাসপাতালে ভরতি ছিলেন নওয়াজ শরিফ

নিজস্ব প্রতিনিধি : কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার পাক প্রবীণ সাংবাদিক হামিশ মির সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছিলেন। তবে ঠিক কোন দিন তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল তা এখন জানা যায়নি। কিন্তু জানা গিয়েছে, শরিফের এখন সুস্থ আছেন। তবে এখন তাঁকে বিশ্রাম নিতে হবে।

https://aamarsakal.com/2019/10/25/aamar-sokal-october-19-indians-do-not-need-visas-to-go-to-brazil-the-announcement-was-made-by-president-bolsonaro/

পাকিস্তানের জিও নিউজে তরফে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে শরিফকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। শরিফের রক্তে প্লেটলেটের সংখ্যা কম থাকায় তাঁকে রক্ত দিতে হয়। এরপরে হাসপাতালেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। শুক্রবার চৌধুরি সুগার মিল কেসে শরিফ জামিন পেয়েছেন। স্বাস্থ্যের কথা বিবেচনা করেই তাঁকে জামিন দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন